৪০ দিন পর ১০ শতাংশের নিচে নামল করোনা শনাক্তের হার

UPDATE NEWS

20/recent/ticker-posts

৪০ দিন পর ১০ শতাংশের নিচে নামল করোনা শনাক্তের হার

 ৪০ দিন পর দেশে করোনা রোগী শনাক্তের হার ১০ শতাংশের নিচে নামল। এর আগে গত ২০ মার্চ করোনায় রোগী শনাক্তের হার ১০ এর নিচে ৯ দশমিক ৩৯ ছিল।

করোনার দ্বিতীয় ঢেউয়ে গত মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই করোনা শনাক্তের হার বাড়তে শুরু করছিল। শনাক্তের হার সর্বোচ্চে ওঠে এপ্রিলের ১ তারিখ। সেদিন নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২৩ শতাংশ। এরপর টানা দুই সপ্তাহের বেশি উচ্চহারে শনাক্তের পর ১৭ এপ্রিল থেকে কমতে শুরু করে।


গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৯২৮টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত আরও দুই হাজার ৩৪১ জনকে শনাক্ত করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৯ দশমিক ৩৯ শতাংশ। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন সাত লাখ ৫৬ হাজার ৯৫৫ জন।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৮৮ জনের মধ্যে ৫২ জন পুরুষ ও ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৫ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ