নিহত রুবেল প্রামানিক
পাবনা সদর উপজেলার চরতারাপুরে জমি নিয়ে বিরোধের জেরে রুবেল প্রামানিককে (৩২) কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই। আজ শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রুবেল প্রামানিক উপজেলার চরতারাপুর ইউনিয়নের নতুন টাটিপাড়া গ্রামের মোজাহার প্রামানিকের ছেলে।পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, বাড়ির জমিজমা নিয়ে কিছুদিন ধরেই রুবেল প্রামানিকের বিরোধ চলছিল তার মেঝো ভাই হাতেম প্রামানিক ও কলেজ পড়ুয়া ছোট ভাই সোহান প্রামানিকের। এ নিয়ে শুক্রবার জুমার নামাজের পর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে হাতেম ও সোহান তাদের ভাই রুবেল প্রামানিকের ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় রুবেলের।
স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটটায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি নাছিম আহম্মেদ। তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালানো হচ্ছে।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments