Randhir Kapoor : রণধীর কাপুরকে নেওয়া হল ICU-তে, বর্ষীয়ান অভিনেতার জন্য চিন্তায় বলিউড

UPDATE NEWS

20/recent/ticker-posts

Randhir Kapoor : রণধীর কাপুরকে নেওয়া হল ICU-তে, বর্ষীয়ান অভিনেতার জন্য চিন্তায় বলিউড

 

এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে রণধীর কাপুরকে।

মুম্বই : করোনার টিকার দু’টি ডোজ নিয়েও করোনা আক্রান্ত হয়েছেন কাপুর পরিবারের অন্যতম সদস্য রণধীর কাপুর। বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই মুহূর্তে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে তাঁকে। যদিও তাঁর অবস্থা ‘স্টেবল’ বলেই হাসপাতাল সূত্রে খবর।

অন্যদিকে এদিন, শুক্রবার সংবাদ সংস্থা পিটিআইকে সংশ্লিষ্ট হাসপাতালের ডাক্তার সন্তোষ শেট্টি জানিয়েছেন, চিন্তার কোনও কারণ নেই। আপাতত ঠিক আছেন রণধীর। পাশাপাশি আইসিইউ থেকেই এক সংবাদমাধ্যমকে রণধীর জানিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্যই আইসিইউতে রাখা হয়েছে তাঁকে। তাঁর এমনি কোনও শারীরিক জটিলতা নেই। লাগছে না অক্সিজেন সাপোর্টও।

যদিও বলিঊডের অন্দরের রণধীর কাপুরকে নিয়ে চিন্তা বেড়েছে। তাঁর এমনিতে রোগজনিত কোমরবিডিটি না থাকলেও বয়স যাতে ‘ফ্যাক্টর’ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে খেয়াল রাখছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, আজ ৩০ এপ্রিল। এমনিতেই মন খারাপ কাপুর পরিবারের। গত বছর এ দিনই প্রয়াত হন রণধীর কাপুরের ভাই ঋষি কাপুর। করোনার হানাও কাপুর পরিবারে নতুন নয়। রণধীরের আগেও কাপুর পরিবারের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছেন নিতু সিং কাপুর, রণবীর কাপুর। সব মিলিয়ে একের পর এক ঘটনায় কাপুর পরিবারের মন ভারাক্রান্ত। তবে তারই মধ্যে এল ছড়িয়ে আছে করিনার ছোট ছেলের আগমন। আপাতত নাতির মুখ চেয়েই দ্রুত সুস্থ হয়ে উঠবেন দাদু। এমনটাই চাইছেন পরিবারের সকলে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ