অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ

UPDATE NEWS

20/recent/ticker-posts

অতিরিক্ত ডিআইজি হলেন হারুন অর রশিদ

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) হারুন অর রশীদকে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তিনি এখন তেজগাঁও জোনের ডিসি হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি উল্লেখ করা হয়। এদিন আরও ছয়জনকে এই পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম, মো. আনিসুর রহমান, বিপ্লব বিজয় তালুকদারকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এ ছাড়া সিআইডির পুলিশ সুপার (এসপি) মো. সাইফুল ইসলাম, বিশেষ শাখার (এসবির) পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ও পুলিশ অধিদপ্তরের সহকারি মহাপরিদর্শক (এআইজি) শেখ রফিকুল ইসলামকেও ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়েছে।  


                              Follow on Facebook page 

                       https://www.facebook.com/bibidhtvbibidhtv

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ