গতকাল রোববার রাতে লা লিগার ম্যাচে ৩-২ গোলে জিতেছে বার্সেলোনা। মেসির জোড়া গোলেই এই জয় পায় তারা। এ ম্যাচের সবকটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। ৫০ মিনিটে কর্নার থেকে থেকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার পাউলিস্তা লক্ষ্যভেদ করেন।
সাত মিনিটের ব্যবধানে সমতায় ফিরে বার্সলোনা। পেনাল্টি থেকে গোলটি করেন আর্জেন্টাইন তারকা মেসি।
৬৩ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার গোলরক্ষকের ভুলে বল জালে জড়ান গ্রিজমান।
৬৯ মিনিটে তৃতীয় গোলের দেখা পায় বার্সেলনা। প্রায় ২০ গজ দূর থেকে বাঁকানো শটে চমৎকার গোলটি করেন তিনি। এবারের লিগে এ নিয়ে ২৮ গোল করলেন মেসি।
ম্যাচের শেষ দিকে আরেকটি গোল করে ব্যবধান কিছুটা কমায়। ৮৩ মিনিটে দুর্দান্ত শটে গোলটি করেন কোর্লস সলের।
এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে সমান ৭৪ পয়েন্ট নিয়ে মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। আর ৩৪ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো মাদ্রিদ।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments