খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বৈঠক শেষ

UPDATE NEWS

20/recent/ticker-posts

খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের বৈঠক শেষ



হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়া স্বাস্থ্য পরিস্থিতি পর্যালোচনার জন্য মেডিকেল বোর্ডের বৈঠক শেষ হয়েছে। মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুপুর থেকে প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে বিকেল সাড়ে ৪টার দিকে বেরিয়ে এসে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের একথা জানান।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

তবে তাদের কেউ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের কিছু বলতে চাননি।

এর আগে দুপুরে ডা. জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালেদা জিয়ার পরীক্ষা-নিরীক্ষার সব রিপোর্টগুলো নিয়ে ১০ সদস্যের মেডিকেল বোর্ড দুপুরে বসছেন। এরপর সব কিছু জানানো যাবে। সোমবার সকালের দিকে শ্বাসকষ্ট অনুভব করলে বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর করা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।

গত ২৭ এপ্রিল গুলশানের ওই হাসপাতালে ভর্তির পরদিনই তার জন্য ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

এই মেডিকেল বোর্ডে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিতসক টিমের প্রধান অধ্যাপক এফএম সিদ্দিকী, অধ্যাপক এজেডেএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন রয়েছেন 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ