ম্যাঞ্চেস্টার সিটির কোচ পেপ গুয়েরদিওলা। স্বপ্ন থেকে ৯০ মিনিট দূরে।--ফাইল ছবি।
২০০৮ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দুটো ক্লাব। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং চেলসি। বৃষ্টিস্নাত মস্কোতে চেলসিকে টাই ব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্যর অ্যালেক্স ফার্গুসনের ম্যান ইউ। গত কাল লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ স্টেডিয়ামে রিয়্যাল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল চেলসি, যারা মাত্র একবারই চ্যাম্পিয়ন হয়েছে। সেটা ২০১২ সালে মিউনিখের আলিয়েঞ্জ এরিনায় বায়ার্ন মিউনিখকে হারিয়ে। তার পর চেলসি আর ফাইনালে উঠতে পারেনি। আর মঙ্গলবার নিজেদের আল ইত্তিহাদ স্টেডিয়ামে প্যারিস সাঁ জাঁমাকে ২-০ গোলে হারিয়ে এই প্রথম ফাইনালে গেছে ম্যাঞ্চেস্টার সিটি। তাই বারো বছর পরে ২৯ মে ইস্তাম্বুল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দুই ই পি এল ক্লাব।
ম্যাঞ্চেস্টার সিটি এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল। এত দিন তারা ইংল্যান্ডের সব ট্রফি জিতলেও তার বাইরে কোনও ট্রফি পায়নি। তাদের কোচ পেপ গুয়েরদিওলা স্পেনের লোক। এর আগে যখন তিনি বার্সেলোনার কোচ ছিলেন তখন দুবার চ্যাম্পিয়ন্স লিগে সেরা হয়েছেন। কিন্তু মেসিদের ছেড়ে তিনি যখন তিন বছর বায়ার্ন মিউনিখের কোচ ছিলেন তখন সেই ট্রফি অধরাই ছিল তাঁর। জার্মানি থেকে ইংল্যান্ডে এসে তিনি সিটিকে সব ট্রফি দিলেও চ্যাম্পিয়ন্স লিগটা ছিল অধরা। এবার তাঁর সেই স্বপ্নের খুব কাছাকাছি পৌছে গেছেন পেপ। নিজেই বলেছেন, “ স্বপ্ন থেকে আর মাত্র ৯০ মিনিট দূরে।“ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে পেপ এবং তাঁর টিম অবশ্য ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবেন। তাদের চ্যাম্পিয়ন হওয়া শুধু সময়ের অপেক্ষা। এবং ই পি্ এল চ্যাম্পিয়ন হয়েই চ্যাম্পিয়ন লিগের ফাইনাল খেলবে পেপের ম্যাঞ্চেস্টার সিটি।
আর চেলসির জার্মান কোচ টমাস টুচেল গত বারের ফাইনালিস্ট প্যারিস সাঁ জাঁমার কোচ ছিলেন। তাঁর টিম ফাইনালে হেরেছিল বায়ার্ন মিউনিখের কাছে। কিন্তু এই মরসুমের শুরুতে প্যারিস খুব ভাল খেলতে পারছিল না। তাই টুচেলকে বাতিল করেন প্যারিস কর্তৃপক্ষ। কিন্তু কিছু দিন পরেই তাঁকে কোচ করে নিয়ে আসে চেলসি। এবং টুচেল দলে যোগ দেওয়ার পরেই চেলসি খুবই ভাল খেলতে থাকে। শেষ পর্যন্ত তারাই আবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। ২০১২ সালের পর আবার এ বছর। তবে দুই কোচ বা দুই ক্লাবের সাফল্যের পাশাপাশি বড় ঘটনা হল ই পি এল-এর দুই ক্লাবের ফাইনালে ওঠা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসিদের যুগ শেষ। ইউরোপ এখন অনেক ওপেন। ২০১৮ সালে শেষ বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ। তার পরের দুই বছর চ্যাম্পিয়ন লিভারপুল এবং বায়ার্ন মিউমিখ। এ বছরেও মেসির বার্সেলোনা, রোনাল্ডোর জুভেন্তাস কিংবা জিদানের রিয়াল মাদ্রিদ ফাইনালে নেই। গত দু বছরের মতো। তবে ই পি এল-এর দুই ক্লাব ফাইনালে ওঠা কিন্তু বড় ঘটনা। কোনও সন্দেহ নেই ই পি এল এখন বিশ্বের এক নম্বর লিগ। এখানকার প্রতিদ্বন্দ্বিতা খুবই ক্ষুরধার। লা লিগায় যেমন চ্যাম্পিয়ন হয় তিনটি ক্লাব। বার্সেলোনা এই দুই মাদ্রিদ। বুন্দেশলিগায় গত আট বছরের মতো এবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে বায়ার্ন মিউনিখ। ইতালির সিরি আ-তে টানা নয় বছর জুভেন্তাস চ্যাম্পিয়ন হয়েছিল। এ বছর তাদের কাছ থেকে খেতাব কেড়ে নিয়েছে ইন্টার মিলান। ইংল্যান্ডে কিন্তু সে রকম হয় না। পর পর দু বছর কোনও ক্লাবের চ্যাম্পিয়ন হওয়া সচরাচর হয় না। গত বারের চ্যাম্পিয়ন লিভারপুল এ বার অনেক পিছিয়ে গেছে। তার আগের দু বছর চ্যাম্পিয়ন হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। কিন্তু হ্যাটট্রিক হয়নি।
তবে চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুল চ্যাম্পিয়ন হয়েছে ২০১৯ সালে। তার আগে ২০১২ সালে চেলসি। কিন্তু এবার ইংল্যান্ডের বাইরে ট্রফি যাওয়ার কোনও উপায় নেই। শেষ পর্যন্ত পেপ গুয়েরদিওলা কিংবা টমাস টুচেল যিনিই চ্যাম্পিয়ন হোক না কেন জয়ধ্বনি কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের জন্যই দিতে হবে।
TOP ON LINK AND SUBSCRIBE BIBIDH TV
0 মন্তব্যসমূহ
thanks' for your comments