তার শাস্তির বিরুদ্ধে আপিল করেছিল বার্সেলোনা। কিন্তু লাভ হয়নি। স্প্যানিশ ফুটবল ফেডারেশন খারিজ করে দেয় সেই আপিল।
নিষেধাজ্ঞার কারণে গত রোববার ভালেন্সিয়ার বিপক্ষে দলের ৩-২ গোলে জয়ের ম্যাচে ডাগআউটে থাকতে পারেননি কুমান। থাকতে পারবেন না শনিবার কাম্প নউয়ে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচেও।
ম্যাচের আগের দিন কুমানের সংবাদ সম্মেলনে উঠল নিষেধাজ্ঞার প্রসঙ্গ।
“আমি মনে করি, এটা ব্যক্তিগত কোনো কারণ। ‘কী এক চরিত্র’ বলা অপমানজনক নয়। একজনকে দুই ম্যাচে নিষিদ্ধ করার কারণ এটা হতে পারে না। অন্য কোনো কারণ আছে।”
0 মন্তব্যসমূহ
thanks' for your comments