পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মমতা বলেন, ‘নন্দীগ্রামের জন্য চিন্তা করবেন না। একটা জিনিস মনে রাখবেন, লড়াইয়ের জন্য আপনায় কিছু ‘উৎসর্গ’ করতে হয়। আমি নন্দীগ্রামের জন্য লড়াই করেছি। আমি একটা আন্দোলন চালিয়েছি। নন্দীগ্রাম যা রায় দিয়েছে, তা স্বীকার করে দিয়েছি। এটা শুধুমাত্র ম্যাচ ছিল।’
রোববার নন্দীগ্রামে মমতা এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর হাড্ডাহাড্ডি লড়াই চলে। প্রথম কয়েক দফায় শুভেন্দু অনেকটা এগিয়ে গেলেও ক্রমশ ব্যবধান কমিয়ে আনেন মমতা। একটা সময় কিছুটা এগিয়েও যান।
কিন্তু শেষের দিকে আবার লড়াইয়ে ফিরে আসেন শুভেন্দু। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১৬ রাউন্ডের গণনার শেষে শুভেন্দুর থেকে ৮২০ ভোটে এগিয়েছিলেন মমতা।
হাড্ডাহাড্ডি শেষ রাউন্ড শুরু পর সংবাদসংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়, ১,২০০ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। যদিও কিছুক্ষণ পর বিজেপি দাবি করে, মমতা নয়, নন্দীগ্রামে জিতেছেন শুভেন্দু। ফলে নন্দীগ্রামে ঠিক কী হয়েছে, নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments