মাঝরাতে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ১৮ রোগীর

UPDATE NEWS

20/recent/ticker-posts

মাঝরাতে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু ১৮ রোগীর

  • গভীর রাতে কোভিড হাসপাতালে ভয়াবহ আগুন, মৃত্যু হল ১৮ জন করোনা পজিটিভ রোগীর। শনিবার রাত ১২টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটেছে গুজরাটের ভারুচে একটি হাসপাতালে।

    সূত্রের খবর, ভারুচের প্যাটেল ওয়েলফেয়ার হাসপাতালে চিকিৎসারত ছিলেন ৫০ জন কোভিড রোগী। এদিন রাতে আচমকাই হাসপাতালে আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে বিপদের আঁচ পান স্থানীয়রা। এরপরেই সাহায্যের জন্য এগিয়ে আসেন তাঁরা। দমকলের কর্মী এবং স্থানীয়দের সহায়তায় ওই কোভিড রোগীদের হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু বয়েছে ১৮ জনের। আগুন লাগার সঙ্গে সঙ্গে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, জানাচ্ছেন পুলিশকর্মীরা। তাঁদের কথায়, কোভিড ওয়ার্ডের দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১২ জন রোগীর। বাকি ৬ জনের মৃত্যু ওই হাসপাতালেই হয়েছে না অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় হয়েছে, তা স্পষ্ট নয়। হাসপাতালটি গুজরাটের ভারুচ এবং জাম্বুসর হাইওয়ের উপর অবস্থিত। আমেদাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত এই কোভিড হাসপাতালটি ট্রাস্ট চালিত। কীভাবে লাগল এই আগুন, সেই বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। দমকল দফতর সূত্রে খবর, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে দমকল বাহিনীর চেষ্টায় ১ ঘণ্টার মধ্যে হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ