মাদারীপুরের শিবচরে পদ্মায় বালুবাহী নৌযান ও যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
মাদারীপুর জেলা প্রশাসক রহিমা খাতুন জানান, এই দুর্ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
তবে তাৎক্ষণিকভাবে কমিটির সদস্যদের নাম জানা যায়নি।
সোমবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি স্পিডবোটের সঙ্গে মাদারীপুরের শিবচরে বালুবাহী একটি বাল্কহেডের সংঘর্ষের পর ২৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয় ছয় জনকে।
মৃতদের মধ্যে আট জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সকাল ৭টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ৩০ জনের মতো যাত্রী নিয়ে মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে আসছিল স্পিডবোটটি। পথে বালুবাহী বাল্কহেড বলগেটের সঙ্গে সংঘর্ষ হয়।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments