পেরুকে হারিয়ে কোপা আমেরিকা কাপের ফাইনালে ব্রাজিল

UPDATE NEWS

20/recent/ticker-posts

পেরুকে হারিয়ে কোপা আমেরিকা কাপের ফাইনালে ব্রাজিল

 

পেরুকে (Peru) হারিয়ে কোপা আমেরিকা কাপে (Copa America 2021 cup) ফাইনালে পৌঁছে গেল ব্রাজিল (brazil)। খেলার ফলাফল ১-০। প্রথমার্ধে ব্রাজিলের পক্ষে গোলটি করেন লোকাস পাকেতা। ফাইনালে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া আর্জেন্টিনা আর কলম্বিয়ার মধ্যে জয়ীর সঙ্গে খেলবে ব্রাজিল।  দেখা গিয়েছে ব্রাজিল যতবারই নিজের দেশে কোপা আমেরিকা কাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে, ততবারই তারা জয়ী হয়েছে। আর সোমবারের ম্যাচে তারা দেখিয়ে দিয়েছে কেন এবারেও তারা ফেবারিট। প্রথম ২০ মিনিটের মধ্যে পেরুর গোলরক্ষক পেড্রো গ্যালিস নেইমার এবং রিচারলিসনের দুটি আক্রমণ থেকে দলকে রক্ষা করেন। এছাড়াও ক্যাসিমিরোর আক্রমণ থেকেও দলকে রক্ষা করেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ