‘৯৯৯’-এ ফোন, মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

UPDATE NEWS

20/recent/ticker-posts

‘৯৯৯’-এ ফোন, মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

 

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে এক কলারের ফোন কলে শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ।

মঙ্গলবার (৬ জুলাই) সকাল সাড়ে দশটায় কক্সবাজারের মহেশখালী থানাধীন এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে জানান, সেখানে একজন বাবা তার ১৩ বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণ করছে। কলার আরও জানান, শিশুটির মা বেঁচে নেই এবং তিনি তাদের প্রতিবেশী। ভুক্তভোগী শিশু যৌন নিপীড়নের বিষয়টি প্রথমে তার ভাইকে জানায়, পরে তার ভাই এসে তাদের জানালে তারা আইনি সহায়তার জন্য ৯৯৯ এ ফোন করেছেন।

৯৯৯ তাৎক্ষনিকভাবে বিষয়টি মহেশখালী থানায় জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।  মহেশখালী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে মহেশখালী থানার এসআই সেলিম রেজা ৯৯৯ কে ফোনে জানান, তিনি ঘটনাস্থল থেকে অভিযুক্তকে শফি আলমকে (৪৫) আটক করে থানায় নিয়ে এসেছেন। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ