অবশেষে বহুল আলোচিত এবং বিতর্কিত বগুড়া সরকারি উচ্চ বিদ্যালয় তথা ভিএম স্কুলের প্রধান শিক্ষিকা রাবেয়া খাতুন কে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বেশ কিছুদিন আগে স্কুলের রুম পরিষ্কার করা নিয়ে বিদ্যালয়ের ছাত্রীরা এবং একজন সরকারি জজের মেয়ের মধ্যে বিবাদ সৃষ্টি হলে পরে ফেসবুকে একে অপরের বিপরীতে পোস্ট এবং কমেন্ট দেওয়া শুরু হয়।
এ নিয়ে সহকারি যশ ক্ষিপ্ত হয়ে তার মেয়ের বিদ্যালয় এসে অপর অভিভাবকদের ডেকে বকাবকি করেন এবং ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দেওয়ার হুমকি দেন। ভয় পেয়ে অন্য একজন অভিভাবক সহকারী জজ এর পা ধরে ক্ষমা চান। এতে ছাত্রীরা এবং অন্যান্য অভিভাবকগণ ক্ষিপ্ত হয়ে রাস্তায় মানববন্ধন করেন। অবশেষে বগুড়া জেলা প্রশাসক মহোদয়ের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তিনি এর সুষ্ঠু তদন্ত এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আশ্বাস প্রদান করেন। একই ইস্যুতে বেশ কিছুদিন আগে উক্ত সরকারি জজের বিচারিক ক্ষমতা কেড়ে নেওয়া হয় এবং বগুড়া থেকে তাকে বদলি করা হয়। গতকাল একই ইস্যুতে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তথা ভিএম স্কুলের প্রধান শিক্ষিকা রাবিয়া খাতুনকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তাকে বদলি করে ঢাকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত বিশেষ কর্মকর্তা হিসেবে যোগদান করতে বলা হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments