১২ কেজি সিলিন্ডারের দাম ২৪০ টাকা কমিয়ে। ১১৭৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
মার্চ মাসে ১২ কেজি এলপিজি র দাম ছিল ১৪২২ টাকা ।
নির্ধারিত এই দাম গতকাল সন্ধ্যা ছয় টা থেকেই কার্যকর হয়েছে ।
এলপিজি সিলিন্ডারের দাম কমায় জনমনে কিছুটা স্বস্তি নেমেছে। তবে মাঠ পর্যায়ে এখনও। ভিন্ন কিছু চিত্র রয়ে গেছে, বর্তমান নির্ধারিত দাম যদি মাঠ পর্যায়ে নিশ্চিত করা যায় তাহলে প্রান্তিক লেবেলের জনগণ উপকৃত হবে।
বর্তমান নির্ধারিত এ দাম বাজারে নিশ্চিত করার জন্য।প্রয়োজনে বাজার তদারকি করা যেতে পারে। বাজার মূল্যে যখন এই দাম নিশ্চিত হবে তখনই কেবলমাত্র জনগণ উপকৃত হবে ।
সরকার দাম নির্ধারণ করলেও বাজারে কোন অজ্ঞাত কারণে সেটি বাস্তবায়ন হয় না এটি অজানা। কোনও সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ী এর সাথে জড়িত থাকতে পারে।
তবে যারাই জড়িত থাকুক না কেন এটি বাজার তদারকি করে বের করা প্রয়োজন। নতুবা জনগণ এর সুফল ভোগ করতে পারবে না।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments