তাপদাহ থাকবে সপ্তাহজুড়ে ।

UPDATE NEWS

20/recent/ticker-posts

তাপদাহ থাকবে সপ্তাহজুড়ে ।

 

সারা দেশে গত কয়েক দিন ধরে তীব্র গরম অনুভূত হচ্ছে। চলছে গ্রীষ্মের তাপদাহ। বেলা বাড়ার স‌ঙ্গে স‌ঙ্গে বাড়‌ছে তাপ। এ‌তে জনজীবন হ‌য়ে প‌ড়ে‌ছে বিপর্যস্ত। বাড়‌ছ‌ে শিশু ও বৃদ্ধ‌দের গরমজ‌নিত রো‌গের প‌রিমাণ।


তবে বৃ‌ষ্টি না হলে গরম কমার কোনো সম্ভাবনা নেই ব‌লে জা‌নি‌য়ে‌ছে আবহাওয়া অ‌ধিদপ্তর। সংস্থাটি বলছে, আগামী কিছুদিন স্বাভাবিকভাবে বৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই, যার কার‌ণে আগামী ক‌য়েক‌দিন তাপদাহ থাক‌বে। 


সংস্থা‌টি বলছে,দেশের পাঁচ বিভাগ ও এক জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।



আবহাওয়া‌বিদ আব্দুর রহমান খান বল‌েন, এই প‌রি‌স্থি‌তি থা‌কবে আগামী সপ্তাহজু‌ড়ে। এর ম‌ধ‌্যে বৃ‌ষ্টি আসার কো‌নে‌া সম্ভাবনা নেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ