বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে পড়ে আব্দুল করিম (৫০) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার গুনাহার ইউনিয়নের তালুচ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুপচাঁচিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুজাউদৌল্লা সুজা বিষয়গুলো নিশ্চিত করে জানান, ভিক্ষুক করিম মৃগীরোগী ছিলেন।
খবর পেয়ে ওই এলাকার স্থানীয় বাসিন্দা আনোয়ারের পুকুর থেকে বেলা ১১টার দিকে করিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। করিম উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রাম পোড়াদহ গ্রামের মৃত কাইম উদ্দিনের ছেলে।
সকালে তিনি গুনাহার ইউনিয়নের তালুচ বাজারে ভিক্ষা শেষে আনোয়ারের পুকুর পাড় দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পুকুরে পড়ে যান। পরে ডুবে মারা যান। এসআই সুজাউদৌল্লা সুজা আরও জানান, করিমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments