গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত

UPDATE NEWS

20/recent/ticker-posts

গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত



 হামাস শাসিত ফিলিস্তিনি ছিটমহল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় অন্তত ২৪১ জন নিহত হয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা যুদ্ধকে তার জনগণের বিরুদ্ধে ‘গুরুতর অপরাধ’ বলে বর্ণনা করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনী প্রধান হারজি হালেভি বলেছেন, হামাসের সঙ্গে যুদ্ধ ‘আরও অনেক মাস’ ধরে চলতে পারে।

ইসরায়েলি বাহিনী গাজার মধ্যাঞ্চলে স্থল অভিযান চালাতে যাচ্ছে বলে খবর হয়েছে। এরমধ্যে ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার তারা গাজার শতাধিক স্থানে হামলা চালিয়েছে। 

বিবিসি জানিয়েছে, বুধবারের প্রথম কয়েক ঘণ্টায় গাজা ভূখণ্ডজুড়ে বড় ধরনের অনেক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় ২৪১ জন নিহত হওয়ার পাশাপাশি আরও ৩৮২ জন আহত হয়েছে। 

মন্ত্রণালয়টির হিসাব অনুযায়ী, ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত অন্তত ২০৯১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, এদের অধিকাংশই নারী ও শিশু।

ওই দিন গাজা সংলগ্ন ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায়। তাদের হামলায় ইসরায়েলে প্রায় ১২০০ জন নিহত হয়, যাদের অধিকাংশই বেসামরিক। এ সময় হামাসের যোদ্ধারা ইসরায়েল থেকে প্রায় ২৪০ জন বন্দি করে গাজায় নিয়ে জিম্মি করে। তবে পরে সপ্তাহব্যাপী এক যুদ্ধবিরতির সময় ইসরায়েলে বন্দি দুইশতাধিক ফিলিস্তিনির বিনিময়ে বেশ কিছু জিম্মিকে মুক্তি দেয় হামাস।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ