খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫১ মৃত্যু, শনাক্ত ১৪৭০

UPDATE NEWS

20/recent/ticker-posts

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় রেকর্ড ৫১ মৃত্যু, শনাক্ত ১৪৭০

 

খুলনা বিভাগে গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা শনাক্তের পর সব রের্কড ভেঙে গত ২৪ ঘণ্টায় ১০ জেলায় ৫১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং শনাক্ত হয়েছেন এক হাজার ৪৭০ জন।

আজ সোমবার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

রোববার বিভাগে ৪৬ জনের মৃত্যু হয়েছিল। শনিবার এই মৃত্যুর সংখ্যা ছিল ৩৯ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। এ ছাড়া, খুলনায় ১৩ জন, যশোরে ছয় জন, মেহেরপুরে পাঁচ জন, ঝিনাইদহে পাঁচ জন, বাগেরহাটে ও চুয়াডাঙ্গায় দুজন করে এবং মাগুরায় একজন মারা গেছেন।

বিভাগের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় খুলনায় করোনা শনাক্ত হয়েছে ২৩৯ জনের। এর আগের ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছিল ১৫০ জনের। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়েছে ১৬ হাজার ৬২৬ জনের। এসময় মারা গেছেন ৩১৩ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৫১২ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ২৯২ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৯৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে আট হাজার ৭৬৫ জনের। মোট মারা গেছেন ২৪৫ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯১৪ জন। বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১২১ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৫৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮৯৪ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৭১৯ জন।


সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১০২ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১২৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৭৪০ জনের এবং মারা গেছেন ৭৫ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ৭২১ জন।

যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ২৮৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৯৫ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫২১ জনের। মোট মারা গেছেন ১৭৫ জন এবং সুস্থ হয়েছেন সাত হাজার ৪৭০ জন।

নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছেন ৭০ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১২১ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৩৩ জনের। মোট মারা গেছেন ৫০ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ১০৬ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৬৬ জনের। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৭৩৪ জনের। মোট মারা গেছেন ৩০ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৩২৮ জন।

ঝিনাইদহে ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৮৬ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১১৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে চার হাজার ৭৯০ জনের। মোট মারা গেছেন ১০৭ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৯৯ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১৫২ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ১৪০ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে তিন হাজার ৮০৫ জনের। মোট মারা গেছেন ১১৫ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩৪৬ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছেন ৮৮ জন। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ৪৯ জনের। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে দুই হাজার ১২৬ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৩৩৮ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছিল চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৬২ হাজার ৩৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ২৬৫ জন। এসময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৫৫৩ জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশেদা সুলতানা জানান, স্বাস্থ্য বিভাগ সাধ্যমতো কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘প্রচুর আক্রান্ত মানুষ আছেন, যারা এখনো সচেতনতা নিয়ে স্বাস্থ্য বিভাগের শরণাপন্ন হচ্ছেন না। আসছেন শেষ মুহূর্তে।’

রাশেদা সুলতানা মনে করেন, এখনো জনগণের সচেতন হওয়ার সুযোগ রয়েছে। সেটি হলে পরিস্থিতির উন্নতি ঘটবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ