![]() |
ব্রাজিল এর অধিনায়ক: নেইমার |
কাতার বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। লাতিন পরাশক্তিদের বিশ্বকাপ দলে বড় চমক রবার্তো ফিরমিনোর বাদ পড়া। চলতি মৌসুমে লিভারপুলের এই তারকা খেলোয়াড় ছন্দে থাকলেও তাঁকে দলে রাখেননি তিতে।
ফিরমিনোর বাদ পড়া ছাড়া ব্রাজিল দলে আর তেমন কোনো বড় চমক নেই। চোটে পড়ে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন ফিলিপ্পে কুতিনিও।
ষষ্ঠ শিরোপায় চোখ রেখে ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।
![]() |
কোচ তিতে ও তারকা ফরোয়ার্ড নেইমারের মধ্যে বোঝাপড়ার ওপর বিশ্বকাপে ব্রাজিলের অনেক কিছু নির্ভর করছে । ছবি: টুইটার |
সেই অচলায়তন ভাঙতে এবার তিতের অধীনে শক্তিশালী দল নিয়েই কাতার যাবে ব্রাজিল। লক্ষ্য একটাই, বিশ্বকাপ।
1 মন্তব্যসমূহ
Valo
উত্তরমুছুনthanks' for your comments