বগুড়ায় এক টাকায় ইফতারি বিক্রি সবার নজর কেড়েছে।
রমজানের শুরু থেকে বগুড়া শহরের সাতমাথায় মাত্র এক টাকায় ইফতার বিক্রি করছেন কয়েকজন যুবক। গরিব মানুষ খেটে খাওয়া মানুষ যারা ইফতার কিনতে পারে না।
এসব লোকদের মাঝেই তাঁরা।অল্প টাকায়। ইফতার বিক্রি করে ব্যাপক সাড়া ফেলেছেন এবং মানুষের নজরও কেড়েছেন।
এই মহৎ কাজে অনেকেই তাদেরকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।এই মুহূর্তে উদ্যোগের।মূল উদ্যোক্তা আহসান হাবিব সেলিম।
বাড়ি শহরের মালতিনগর হলেও এখন থাকেন বড় গলায়।পেশায় ফোটোগ্রাফী ও ভিডিওগ্রাফির কাজ করেন।তিনি বলেন।মানুষের জন্য কিছু করতে আমার ভালো লাগে৷ এবং এ ভালোলাগা থেকেই এ কাজের উদ্যোগ গ্রহণ করা।
শুরু থেকে নিজের টাকা দিয়ে এই উদ্যোগ গ্রহণ করলেও পরে তার সাথে হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এই কার্যক্রমের পাশাপাশি 27 রমজান থেকে পাঁচ টাকার বিনিময়ে আরও একটি উদ্যোগ গ্রহণ করেছেন তাঁরা।
নিম্নবিত্ত মানুষ যাতে সম্মানের সাথে এটা কিনতে পারেন সেজন্য এই প্যাকেজের স্লোগানও থাকবে। আর্তমানবতার সমাজ গড়ি দানি নয়, নিজের টাকায় ঈদ আনন্দ উপভোগ করি।পাঁচ টাকার এই প্যাকেজে সেমাই চিনি সহ আরও বেশ কিছু খাদ্যসামগ্রী থাকবে বলে তিনি জানান।
0 মন্তব্যসমূহ
thanks' for your comments